মুঘল সাম্রাজ্য

Show Important Question


61) হুমায়ুনের মৃত্যুর সময় তার অল্পবয়স্ক ছেলে আকবর কোথাকার শাসক ছিলেন?
A) সিন্ধ
B) পাঞ্জাব
C) গুজরাট
D) কোনটিই নয়

62) প্রায় কত বছর জাহাঙ্গীর মুঘল সাম্রাজ্যে শাসন করেছেন
A) ২০ বছর
B) ৩০ বছর
C) ৪০ বছর
D) কোনটিই নয়

63) How many years did Aurangzeb ruled / আওরঙ্গজেব মুঘল সাম্রাজ্যে প্রায় কত বছর রাজত্ব করেছিলেন?
A) 30 years/ ৩০ বছর
B) 40 years/ ৪০ বছর
C) 50 years/ ৫০ বছর
D) 60 years/ ৬০ বছর

64) আওরঙ্গজেবের পুত্রদের মধ্যে কে তার পরে সম্রাট হয়েছিলেন
A) মুয়াজ্জেম
B) আজম
C) কামবকস
D) কেউই নয়

65) আকবর যখন বাংলা দখল করেছিলেন তখন বাংলা কোন শাসনের অধীনে ছিল
A) হুসেন শাহী শাসন
B) সুরী বংশ
C) কররাণী বংশ
D) কোনটিই নয়

66) কে সম্রাট শাহজাহানের আমলে বাংলার প্রধান মুঘল প্রশাসক হিসাবে কাজ করেছিলেন?
A) মুরাদ
B) সুজা
C) দারা
D) আওরঙ্গজেব

67) মুঘল রাজত্বের সময়কালে নিজাম - উল - মুলক আধুনিক ভারতের কোন রাজ্যে স্বাধীন রাজ্য গড়ে তুলেছিলেন
A) তামিলনাড়ু
B) কর্ণাটক
C) অন্ধ্রপ্রদেশ
D) কোনোটিই নয়

68) কোনটি মুঘল ছবির মধ্যে ধরা হতো না ?
A) প্রতিকৃতি
B) ইসলামিক থিমগুলি
C) ফুল ও গাছপালা
D) শিকারের দৃশ্য

69) কে আগ্রা দুর্গ নির্মাণ করেন?
A) আকবর
B) জাহাঙ্গীর
C) শাহজাহান
D) ঔরঙ্গজেব

70) The first Battle of Panipat took place in / পানিপথের প্রথম যুদ্ধ কত সালে সংঘটিত হয় ?
A) 1520 A.D./ 1520 সালে
B) 1526 A.D./ 1526 সালে
C) 1529 A.D./ 1529 সালে
D) 1530 A.D./ 1530 সালে

71) During the Mughal period, the incharge of law and order in the villages was / মুঘল আমলে গ্রামে আইন শৃঙ্খলার দায়িত্বে ছিলেন
A) Qanungo/ কানুনগো
B) Muqaddam/ মুকাদ্দাম
C) Patwari/ পাটোয়ারী
D) Karkun/ করকুন

72) Which of the following Rajput dynasties did not surrender to Akbar ? / নিচের কোন রাজপুত রাজবংশ আকবরের কাছে আত্মসমর্পণ করেনি?
A) Sisodiya/ সিসোদয়
B) Pratihara/ প্রতিহার
C) Parmar/ পারমার
D) Rathore/ রাঠোর

73) The Jaziya was abolished by / হিন্দুদের উপর থেকে জিজিয়া কর কে তুলে দিয়েছিলেন ?
A) Babar/ বাবর
B) Akbar/ আকবর
C) Jahangir/ জাহঙ্গীর
D) Shahjahan/ শাহজাহান

74) নীচের কোন স্থানের নিয়ন্ত্রণ নিয়ে পারস্যের শাহ এবং মোগলদের মধ্যে চূড়ান্ত বিবাদ দেখা দিয়েছিল?
A) কাবুল
B) কান্দাহার
C) গজনী
D) কুন্দুজ

75) যে যুদ্ধে হুমায়নকে পরাজিত করে শের শাহ দিল্লি দখল করেছিলেন:
A) কনৌজ
B) খানভা
C) গোঘড়া
D) পানিপথ

76) ভারতে সুরী রাজবংশের প্রতিষ্ঠা করেন—
A) শের শানি
B) শেরশাহ (খান)
C) খিলজি
D) কেউই নয়

77) বাবরের পৈতৃক ভূমি কোথায় ছিল?
A) সমরখন্দে
B) ফরগনাতে
C) কাবুলে
D) কান্দাহারে

78) Which of the following ports was the biggest port during the Mughal Period? / নীচের বন্দরগুলির মধ্যে কোন্‌টি মোঘল আমলে বৃহত্তম বন্দরের স্থান দখল করেছিল?
A) Surat/ সুরাত
B) Tamluk/ তমলুক
C) Kandala/ কান্ডালা
D) Chattogram/ চট্টগ্রাম

79) শের শাহ সুরির সমাধি অবস্থিত হচ্ছে:
A) মুঘলসরাই
B) রোহতাস
C) সাসারাম
D) পাটনা

80) ‘বিবি কা মকবারা’—ভারতের কোথায় অবস্থিত?
A) বিজাপুর
B) ঔরঙ্গবাদ
C) হায়দরাবাদ
D) ফতেপুর সিক্রি